ওমর ফারুক কুমিল্লার মনিপাল এএফসি হাসপাতালের একজন ল্যাব টেকনোলজিস্ট। পাশাপাশি কম্পিউটার সায়েন্সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি।
কিন্তু এর আগেই পত্রপত্রিকায় কবিতা লেখা, ব্লগ ও সাহিত্যে ছিল তার অবাধ বিচরণ। এতসব ব্যস্তার মাঝেও হাজারও মানুষকে রক্ত দিয়ে জীবন বাতি জ্বালানোর প্রত্যয় নিয়ে তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড ফর লাইফ’ নামে একটি স্বেচ্ছায় রক্তদানকারীদের একটি সংগঠন।
ভাগ্যের কি নির্মম পরিহাস, যিনি এই স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন গড়ে তুলেছেন তিনিই আজ মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে।
ওমর ফারুক দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ঢাকা মেডিকেলল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিটো মিঞার অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তাকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছেন তার বন্ধু ও স্বজনরা। তারা চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন, ওমর ফারুককে বাঁচাতে ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চিকিৎসকরা বলেছেন, তার চিকিৎসায় প্রায় ৮-১০ লাখ টাকা প্রয়োজন হবে। যা তার পরিবারের পক্ষে অসম্ভব।
সহযোগিতার জন্য-
ব্যাংক একাউন্ট: 0171260082521,ওমর ফারুক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখা, কুমিল্লা।
বিকাশ ও নগদ: 01721532494 (পার্সোনাল)