বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. রওশন আরা বেগম। শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ৪৯তম সাধারণ সভায় নতুন কার্যকরী পরিষদের নির্বাচনে তারা নির্বাচিত হন।
এদিকে বিএমডিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ (৬১ নং আইন) এর বিভিন্ন ধারা অনুযায়ী এসব সদস্যরা নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান ও অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।
প্রতিষ্ঠানটির স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটির সদস্য হয়েছেন অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপত ডা. কাজী শহিদুল আলম, ডা. জামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. মো. নুরুল হুদা ও অধ্যাপক ডা. মো. আবুল কাশেম।
জার্নাল কমিটিতে রয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, অধ্যাপক ডা. মির্জ্জা মানজুরুল হক, ডা. শাহরিয়ার নবী ও অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী। এছাড়া ভবিষ্যৎ সঞ্চয় তহবিলের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. এম এ মান্নান।
আগামী ৩ (তিন) বছর এই কমিটিসমূহ দায়িত্ব পালন করবে।