আবারও ছোটো পর্দার জন্যে নাটক নির্মাণ করেছেন কবি ও গীতিকার পলিন কাউসার। মূলত এটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে নির্মিত এক তরুণীর ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে উঠার গল্প যেখানে সোস্যাল মিডিয়ার নেতিবাচক অবস্থাকে তুলে ধরেছেন পরিচালক নাটকটিতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, শ্যামল মাওলা ও শম্পা রেজা সহ আরও অনেকে।
নাটকের ব্যাপারে জানতে চাইলে পলিন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম গুলো খুব সুক্ষ্ণভাবে হলেও নেগেটিভ এফেক্ট ফেলছে কারো না কারো জীবনে এবং নাড়িয়ে দিচ্ছে তাদের সহজাত চিন্তাভাবনার স্তর যা এখানে বোঝাবার চেষ্টা করেছি”।
পলিন কাউসারের রচনা ও পরিচালনায় তার নিজস্ব প্রয়োজনা প্রতিষ্ঠান ছবিঘর থেকে নির্মিত এই “দ্বিতীয় আয়না” আগামী ১১ই ডিসেম্বর’২০ তারিখ বাংলা টিভিতে সম্প্রচার চুড়ান্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে পলিন চ্যানেল আই’র জন্যেও হেমন্তের বৃষ্টি নামে একটি গল্প লিখেছিলেন যা চ্যানেল আই’তেই প্রচারিত হয়েছিলো। এছাড়া বর্তমানে বেশ কিছু কন্টেন্ট, গান ও সিনেমার গল্প নিয়ে ব্যস্ত এই নির্মাতা।