টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
সনাতন ধর্মীয় রীতি অনুসারে এ দিন চট্টগ্রামে দীর্ঘদিনের বন্ধু সাতরাজিৎ দত্তকে বিয়ে করবেন এই অভিনেত্রী।
গতকাল (৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের নিজ বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন তাঁরা। আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত থাকা অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা ইরফান সাজ্জাদ সোমবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরফান সাজ্জাদ বলেন, ‘আজ তাঁদের আশীর্বাদ হয়েছে। বিয়ে আগামী ১০ ডিসেম্বর। অপর্ণার হবু স্বামী সাতরাজিৎ দত্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার।’
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা ঘোষ। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি বড় পর্দায় পা রাখেন। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।